
নিজস্ব প্রতিবেদক,অমিত কুমার দাস :পিছলো মানিক ভট্টাচার্যের জামিন মালার শুনানি। ইডির উপর বিরক্ত হাইকোর্ট। সোমবার মামলা পিছানোর আবেদন জানায় ইডি। আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
ইডি বারবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। সোমবার বিকেল ৩ টে নাগাদ ছিল এই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে ইডি র বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু ইডি র পক্ষ থেকে সোমবার আবেদন করা হয় মামলার পিছিয়ে দেওয়ার জন্য। কারন হিসাবে সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই বলে জানানো হয়। এই সিদ্ধান্তে চটেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর বক্তব্য, এমন মামলায় বারেবারে যদি দিন পিছিয়ে দিতে হয় তাহলে মুস্কিল। এর আগেও ইডি সময় নিয়েছে। আগামী ১২ আগস্ট বেলা সাড়ে ৩ টায় পরবর্তী শুনানির দিন দিয়েছে আদালত।পাশাপাশি বিচারপতির সতর্কতা, কোনোভাবে যেনো ওইদিন শুনানি পিছনোর আর আবেদন না করা হয়।