
নিজস্ব প্রতিবেদক,কলকাতা: আর. জি কর কান্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি আদালতের। আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করতে পারবেন প্রতিবাদী চিকিৎসকরা।
অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলে অনুমতি দিয়েছে আদালত। তবে পর্যাপ্ত স্বেচ্ছা সেবক রাখতে হবে বলে নির্দেশ আদালতের। এদিন আদালতে রাজ্য সাওয়ালে বলে,মিছিলে অংশগ্রহণকারী দের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন।
আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমরা কি করে বলব। পাল্টা সওয়াল চিকিৎসকদের।মনে করুন যদি এই মিছিলে ১০ লাখ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না ? এটা তো তাদের সাংবিধানিক অধিকার। – রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। মানুষ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক। – রাজ্যের এডভোকেট জেনারেলকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।
গোটা শহরে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। রাজ্যের উদ্যশ্যে মন্তব্য বিচারপতির। যারা দুর্গাপূজা করেন তারা কি জানেন যে কত দর্শক আসবেন পাশাপাশি প্রশ্ন তোলেন বিচারপতি। পুলিশ তাদের অফিসে বসে থাকুক, আমরা চিকিৎসকরা শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়ে দিচ্ছি. – সওয়াল জবাবে প্রতিশ্রুতি চিকিৎসকদের।