
নিজস্ব প্রতিবেদক, কলকাত: পুলিশ হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ত্রিধারা স্লোগান কান্ডের ধৃতরা।শুক্রবার হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত।
ত্রিধারা স্লোগান কান্ডে ধৃতদের ১৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এবার এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। শুক্রবার হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ।বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলার শুনানি।প্রসঙ্গত, বৃহস্পতিবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজত হয়। ত্রিধারা সম্মেলনী পুজো মন্ডপে অ ভরায় বিচারের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগে ওঠে ধৃতদের বিরুদ্ধে। যদিও জুনিয়র চিকিৎসকের অভিযোগ ডাক্তারদের আন্দোলনকে দমাতে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করার সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখায় জুনিয়র চিকিৎসকরা। আদালত চত্বরে স্লোগান দেন তারা। আরজিকরের বিচারের দাবিতে আদালত চত্বরেই মানববন্ধন করেন তারা।