
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: সংস্কৃতি ও সাহিত্য ফোরাম বাংলাকে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের।
আগামী ৩ রা সেপ্টেম্বর মিছিলের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। আরজিকর কান্ডের প্রতিবাদে রবীন্দ্রসদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি। দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন জানানো হয়। আগামী ১ তারিখের মধ্যে অনুমতিপত্র দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ। অফিস টাইম ছাড়া বাকি অন্য সময় মিছিল করলে আমাদের কোনো আপত্তি নেই বলে জানাল রাজ্য। বিভিন্ন প্রান্ত থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে সেটাকে সময় নিয়ন্ত্রণ করলে আটকাতে পারবেন ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।