
অমিত কুমার দাস,কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির ডিজিকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার সকাল সাড়ে দশটায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি বুধবার সিবিআই আইনজীবীকেও আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ৫ অভিযুক্তের মধ্যে ২ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতার করে সিট। যদিও তিনজন অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয় সিট। এদিকে গোথা স্কুলে নিয়োগ মামলা চলাকালিন তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে ফের বিস্ফোরক চিঠি বিচারপতি বিশ্বের বসুকে পাঠানো হয়। মঙ্গলবার ভরা এজলাসে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নাম উল্লেখ করে বিচারপতি বলেন সিট সঠিক তদন্ত করছে না।