
নিজস্ব সংবাদদাতা : দোলের আগে কড়া বার্তা দিল লালবাজার। দোল ও হোলিতে মদ্যপান করার পর জলাশয়ে নেমে স্নান নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, দোলের আগে থেকে পুলিশি মাইকিং চালু করা হচ্ছে। এ ছাড়াও দোল ও হোলির দিন কোথাও কোনও গণ্ডগোল হলে অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

পুলিশ সুত্রে খবর, গত দু’বছরে দোলের দিন কলকাতার গঙ্গা ও জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছিল তিনজনের। সেই কারণেই এই বছর অনেক আগে থেকেই সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ।
কলকাতার অন্তত ৬৬টি ঘাটে পুলিশের বিশেষ নজরদারি থাকছে। এর মধ্যে যেমন রয়েছে গঙ্গার ঘাট, তেমনই রয়েছে বিভিন্ন দিঘি ও জলাশয়ও। এর মধ্যে অন্তত ৪৪টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য থাকবে, এমনটাই জানিয়েছে লালবাজার। কোথাও কোনও ঝামেলা সৃষ্টি যাতে না হয় সেই কারণেই সারা শহরজুড়ে মোতায়েন করা হয়ে প্রায় ২১০০০ পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও।
এ ছাড়াও শহরজুড়ে টহল দেবে ৫৮টি পিপিআর ভ্যান। রাস্তার কুকুর বা অন্য কোনও পশুর শরীরে যাতে রং না লাগানো হয়, সেদিকেও পুলিশকে নজরদারি করতে বলা হয়েছে।