
রাজমোহন ঝাঁ, কলকাতা: জগৎপুর বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ। বাথরুমের মধ্যে একটি ড্রামের মধ্যে ছিল দেহটি। ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। জগৎপুর বাজারের ভেতর ডাক্তার গোপাল মুখার্জির বাড়ির শৌচালয়ে একটি ড্রামের মধ্যে থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুরে। মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখার্জি বাড়ি পরিষ্কার করতে এসে গন্ধ পান। এরপর বাগুইআটি থানায় যান তিনি। ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডাক্তার গোপাল মুখার্জী তার বাড়ির একাধিক ঘর ভাড়া দিয়ে রেখেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসক গোপাল মুখার্জী এসে নিজের এই ভাড়া দেওয়া ঘরটিতে যান। এরপর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।