
নিজস্ব সংবাদদাতা : খাস কলকাতায় ফের ধর্ষণের শিকার এক তরুণী। কাজের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে এক মাঝবয়সী ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, কাজের প্রয়োজনে ওই তরুণী যোগাযোগ করেছিল ওই ব্যক্তির সঙ্গে। শেষমেশ প্রতিশ্রুতি পেয়েও ধর্ষণের শিকার হতে হল ওই তরুণীকে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কীর্তি মেহতা বয়স। ৫৯ বছর। বেশ কিছুদিন আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে ২১ বছর বয়সী তরুণীর পরিচয় হয়েছিল । কিছুদিন ধরেই তরুণীর একটি কাজের প্রয়োজন ছিল, সেই কথা সে কীর্তি মেহতাকে জানিয়েছিলেন। তারপরই কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৭ মার্চ তরুণীকে ভবানীপুরের একটি হোটেলে নিয়ে যায় কীর্তি। তারপরই সেই হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ঘটনার পর তরুণীকে হুমকিও দেয় ধৃত ব্যক্তি।
পরে ভবানীপুর থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেপ্তার করে। ধৃতকে সোমবার আদালতে তোলা হয়েছিল। জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা কলকাতার এক পানশালায় কাজ করেন। আরও জানা গেছে তরুণীর গোপন জবানবন্দি নিয়েছে শিয়ালদহ আদালত ।