
সঞ্জয় রায়চৌধুরী ও শেখ এরশাদ, কলকাতা : উৎসব চলছে, চলছে প্রতিবাদও. দু মাস পরেও দমেনি আন্দোলন-বিক্ষোভ. বরং দিনদিন আরও বাড়ছে আন্দোলনের ঝাঁঝ.
মঙ্গলবার, পঞ্চমীর দিন একসঙ্গে গণইস্তফা দিয়েছিলেন আর জি করের ৫০ জন ডাক্তার. এবার একই পথে হাঁটলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা. বুধবার কলকাতা মেডিকেল কলেজে গন ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসক থেকে মেডিকেল প্রফেসর প্রায় ৪০ জন. শুধু আর জি কর বা কলকাতা মেডিক্যাল কলেজ নয়. রাজ্যজুড়ে বিভিন্ন মেডিকেল কলেজের গন ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা.
তাদের কথায়, জুনিয়ার চিকিৎসকেরা ৬০ দিন ধরে আন্দোলন করে আসছে, নিজেদের জীবন বাজি রেখে ধর্মতলায় ৭ জন জুনিয়র চিকিৎসা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ২ জুনিয়র চিকিৎসক অনশন শুরু করছেন. দিন যত গড়াচ্ছে, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে. তারপরেও রাজ্য সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি. এবার তাই সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কৌশল চিকিৎসকদের. তাঁদের সাফ বক্তব্য, জুনিয়র ডাক্তারদের দাবি যতক্ষণ না রাজ্য সরকার মানছে, ততক্ষণ তাঁরা তাঁদের অবস্থানে অনড় থাকবেন.