
বুধবার সাত সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক। সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশনের উপরের রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লেগেছে। যাত্রীরা সকলে সুরক্ষিত। যাত্রী পরিষেবার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।