
ওঙ্কার বাংলা ডেস্ক: খরচ সামাল দিতে এবার রাতের শেষ মেট্রোয় ১০ টাকা অতিরিক্ত চার্জ বসালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ শেষ মেট্রোয় এই অতিরিক্ত টাকা দিতে হবে। যাত্রী নির্বিশেষে এবং দূরত্ব নির্বিশেষে এই সারচার্জ দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কবে থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে তাও স্পষ্ট জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নির্দেশ অনুযায়ী, আগামী আগামী ১০ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে।
প্রসঙ্গত, গত জুন মাস থেকেই ব্লু লাইনে শেষ মেট্রোর সময় বদলানো হয়েছে। মেট্রোযাত্রীদের সুবিধার্থে এই লাইনে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাতে বিশেষ ট্রেন চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু রাতে মেট্রো চালালেও অপরিবর্তিত ছিল ভাড়া। যাত্রীসংখ্যাও আশানুরুপ হচ্ছে না। ফলে যে ভাড়া থাকছে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ হিসেবে দিতে হবে ওই মেট্রোর প্রত্যেক যাত্রীকে। বিবৃতি দিয়ে সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দু’টি বিশেষ মেট্রো চালানো হয়। তবে দেখা গিয়েছে, খুব কম সংখ্যক যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব-নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে৷’ আগামী ১০ ডিসেম্বর থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।