
চলন্ত মেট্রোর সামনে ফের ঝাঁপ। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ দক্ষিনেশ্বর থেকে রবীন্দ্র সদন গামী মেট্রোর সামনে আত্মঘাতী হন এক যুবক। আত্মঘাতী ওই যুবকের মৃত্যু হয়েছে বলেই খবর। এই ঘটনার জেরে আংশিক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বাতিল পর পর৩ টি মেট্রো, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে ঝাঁপ দেন ওই যুবক। তার নাম, পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
মেট্রো সূত্রে খবর, সকাল ৯ টা বেজে ৪২ মিনিট পর্যন্ত পরিষেবা দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চালু ছিল। কর্মকর্তারা জানান, বর্তমানে স্বাভাবিকভাবেই চলছে মেট্রো পরিষেবা।
শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা