
তামসী রায় প্রধান, কলকাতাঃ হলুদ ট্যা ক্সি নিয়ে শহর জুড়ে হাজার অভিযোগ। সেই অভিযোগের ঝুলি খুললে দেখা যায়, মিটারে যাবনা বা মিটারে যা উঠবে তাঁর থেকে ৫০ টাকা বেশী চাই, ইত্যাদি ইত্যাদি। এবার সেই মিটারের বিদায় ঘন্টা বাজতে চলেছে। এবার থেকে শহর কলকাতায় হলুদ ট্যা ক্সি চলবে অ্যা পের মাধ্যামে।
কলকাতার নস্ট্যাকলজিক হলুদ ট্যা ক্সি এবার থেকে বুক করা যাবে স্মার্ট ফোনে আঙুল বুলিয়ে। যার জন্য নতুন অ্যা প এনেছে রাজ্য সরকার। অ্যা পের নাম ‘যাত্রী সাথী’। রাজ্যয সরকারের তরফে এই নয়া অ্যা প আনা হয়েছে। পরিবহণ ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই হাজারেরও বেশি ট্যা ক্সিচালক ‘যাত্রী সাথী’ অ্যা প ডাউনলোড করেছেন।
পরিবহণ ভবন সূত্রে আরো জানা গিয়েছে, আগষ্ট মাস থেকেই বাণিজ্যিকভাবে এই অ্যা প চালু হয়ে যাবে। সূত্রের খবর, ‘যাত্রী সাথী’তে ভাড়া ওলা-উবেরের থেকে অনেকটাই কম হবে। প্রাথমিক ভাবে হলুদ ট্যাক্সিকে এই অ্যাপের আওতায় সামিল করা হচ্ছে। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শ্রমিক সংগঠন আইএনটিটিউইসি।
‘যাত্রী সাথী’ অ্যাপ ক্যাবের ব্যবসা করতে লাইসেন্স নিয়েছে সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গোয়েজ টেকনোলজি রিসার্চ ওরফে এসএনএলটিআর। আগামী মাসে পাইলট প্রজেক্ট হিসেবে দমদম বিমানবন্দর, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশনে চালু করা হবে পরিষেবা।