
ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। বাড়তে চলেছে আরেক কিস্তি মহার্ঘ ভাতা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ১ জুলাই থেকে ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি পাবে। বর্তমানে সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এই আবহে ডিএ বেড়ে ৪৫ শতাংশ হতে পারে। জুলাই মাস থেকেই ডিএ বৃদ্ধি কার্যকর হবে বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে খবর।