
আদালত প্রতিনিধি, ওঙ্কারঃ পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার মামলায় এবার রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েতে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে মামলা করেন অধীর চৌধুরী। একই ইস্যুতে মামলা করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ একাধিক পক্ষ। তাদের আদালতে কাছে আবেদন পঞ্চায়েত নির্বাচনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নামের তালিকাও প্রকাশ করতে হবে। এবার এই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। মৃতের কোনও পরিবারের সদস্য, যাঁরা হোম গার্ডের চাকরি পেয়েছেন এবং যে সমস্ত পরিবার দু’লক্ষ টাকা পেয়েছেন, তাঁদের সবার নাম সহ যাবতীয় তথ্য হলফনামা আকারে আগামী ২৬ সেপ্টেম্বর জমা দিতে হবে আদালতে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে হিংসার ঘটনায় ৫৪ জন জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রাজ্য আদালতে জানায়, পঞ্চায়েত নির্বাচনে হিংসায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরিবারের এক জন সদস্য হোমগার্ডের চাকরি পাবেন। মামলাকারীর অভিযোগ, এতদিনে মাত্র ১৭ জন সেই চাকরি পেয়েছেন। বাকিদের কী হল, এদিন তা জানতে চায় আদালত। আদালতের পর্যবেক্ষণ, আদৌ মৃতদের মধ্যে কাদের পরিবার টাকা পেল কিংবা হোমগার্ডের চাকরিওবা কারা পেল, তা স্পষ্ট নয়। অনেক আহতরাও কোনও ক্ষতিপূরণ পায়নি বলে এদিন আদালতে মামলাকারীর আইনজীবী উল্লেখ করেন। এর পরেই ৮ দিনের মধ্যে রাজ্যকে হলপ নামা দেবার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। যাবতীয় তথ্য হলফনামা আকারে আগামী ২৬ সেপ্টেম্বর জমা দিতে হবে আদালতে।