নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ পুলিশের জালে এক জাল টাকা কারবারি। উদ্ধার দেড় লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার সন্ধ্যায় এসটিএফ এর একটি বিশেষ দল, ময়দান থানা এলাকার ইডেন গার্ডেনের কাছে গোষ্ট পাল সরণিতে হানা দেয়। বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর টাকার মোট পরিমান ১ লক্ষ ৫০ হাজার টাকা। সবটাই ৫০০ টাকার নোট।
মজিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর ৪৫’র মজিবুর মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত ছিল সে। কখনো মোজাহার, কখনো মজি, কখনো প্রফেসর লিয়াকত রহমান নামে নিজের পরিচয় দিত। তাঁর কাছে এত পরিমাণে জাল ৫০০ টাকার নোট এল কি করে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।