জয়া মির্জা, ওঙ্কার বাংলাঃ প্রেমিকের বাড়ির সামনে দাঁড়িয়ে গায়ে আগুন দিল প্রেমিকা। না কোন প্রত্যন্ত এলাকার খবর নয়। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জি পাড়ার ঘটনা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অগ্নিদগ্ধ আবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয়েছে প্রেমিকার। এখনও খোঁজ মেলেনি প্রেমিকের। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের ব্যানার্জি পাড়ায় সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছিল। ১০০ ডায়াল করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ এসে এক অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে ভরতি করা করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার এক বাসিন্দার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই মহিলা। ভবানীপুরের বাসিন্দা ওই মহিলার বছর কুড়ির এক সন্তান রয়েছে।
মৃত্যুর আগে, পুলিশকে দেওয়া বয়ানে মহিলা জানিয়েছেন, হরিদেবপুরের সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সম্পর্কের মধ্যে শুরু হয় টানাপোড়েন। তাঁদের একান্ত মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সুবীর। এরপরই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে গায়ে আগুন দেন বছর ৪৫ এর মহিলা। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে সুবীর বিশ্বাসের খোঁজ করছে পুলিশ।