
নিজস্ব প্রতিনিধিঃ শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। জানা গিয়েছে, শপিং মলের ছয় তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক মহম্মদ আরমান রাউফ। ব্রড স্ট্রিট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কোয়েস্ট মলের পার্কিং লট থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শপিং মলের ছতলা থেকে ঝাঁপ দেন বছর ২২ এর আরমান। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।