
সঞ্জয় রায় চৌধুরী, উত্তর কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজা। সেই দূর্গাপূজা আসার আগে এখনও বাকি গণেশ পুজো, বিশ্বকর্মা পূজো এবং তার সঙ্গে কৌশিকী তারা মায়ের পুজো। সব মিলিয়ে পুজোর আগে উত্তর কলকাতার ব্যস্ততম এলাকা কুমারটুলিতে সকল মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।
পুজো পুজো মরশুম হওয়া সত্বেও কোথাও গিয়ে যেন সকলেরই মন ভারাক্রান্ত। কারণ ঋতুচক্রে শরৎকাল এখন চললেও আবহাওয়া এখনও বর্ষকালকে বিদায় জানাতে পারে নি। মাঝে মাঝেই আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে, দু – এক পশলা থেকে ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে বহু জায়গায়। কিন্তু এইসবকে হাসি মুখে মেনে নিয়ে উদ্যমতার সাথে চলছে মূর্তি প্রস্তুতির কাজ। এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করার মতো সব ঢাল তরোয়াল নিয়ে প্রস্তুত মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীরা নিশ্চিত তারা ঠিক সময় মতো মূর্তি প্রস্তুত করে তা মন্ডপ অবধি পৌঁছে দিতে পারবেন।