
সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা: সাইবার জালিয়াতি মামলার তদন্তে নেমে এক কোটি টাকার বেশি উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু সোনার গয়না। এই ঘটনায় ইতিমধ্যে গার্ডেনরিচ থানা এলাকা থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গতকাল গার্ডেনরিচ থানা এলাকার আয়রন গেট রোডে অবস্থিত হোয়াইট হাউস বিল্ডিংয়ে ডিজিটাল ডিভাইস টিমের একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা নগদ ও কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত চার জন অভিযুক্তকেই বুধবার কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হবে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে।
উল্লেখ্য, সাইবার জালিয়াতির সংখ্যা শহর কলকাতায় ক্রমশ বাড়ছে। মহানগরে ডিজিটাল গ্রেফতারির মতো ঘটনাও ঘটছে। প্রতারকরা বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের তরফে প্রচার করা হয়। তা সত্ত্বেও প্রতারণার ঘটনা বেড়ে চলেছে।