
ওঙ্কার ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রত্যেক দিনই স্লোগান পাল্টা স্লোগান চলছে বিশ্ববিদ্যালয়ে।
তবে এসবের মধ্যে দোলের সকালে ক্যাম্পাস চত্বর সেজে উঠেছে আবিরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়াদের কাছে আবির ই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা।
প্রতিবছরই বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় চিত্রটা একটু অন্যরকম। বিশ্ববিদ্যালয় জুড়ে আবির দিয়ে লেখা হয়েছে প্রতিবাদের ভাষা। বিশ্ববিদ্যালয়ের একাধিক করিডোরে ফুটে উঠেছে স্লোগান।
মনে করা হচ্ছে আন্দোলন অশান্তির আবহে এই বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দোল উৎসব।
ইতিমধ্যেই আমরা জানি এই ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে একজন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পুলিশ ক্যাম্প বসানোর আর্জি জানিয়েছে প্রশাসন।