
খেলা ডেক্স: এবারে মোহনবাগানের নামে মেট্রো স্টেশন হওয়ার সম্ভবনা। এদিন মোহনবাগান বার্ষিক সাধারণসভাতে এক সদস্য সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করেন শ্যামবাজার স্টেশনের নাম মোহনবাগানের নামে হওয়ার কাজ কতটুকু! জবাবে দেবাশিস তাকে বলেন,’এই ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান।’ প্রসঙ্গত শ্যামবাজার হাতিবাগান সংলগ্ন এলাকা মোহনবাগানের গড় বলে পরিচিত। সেখানে মোহনবাগানের অমর একাদশের মূর্তি যেমন আছে তেমন অলিতে গলিতে মোহনবাগান পতাকা ইতিহাস খোদাই করা আছে। তবে শ্যামবাজারের মত প্রাচীন জায়গার নাম আদৌ বদল হবে কিনা সেই নিয়ে সংশয় আছে। যদিও বর্তমানে নতুন হওয়া অনেক মেট্রো স্টেশন বিখ্যাত ব্যক্তিদের নামে রয়েছে।