
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ভয়াবহ অগ্নিকাণ্ড পার্কসার্কাস স্টেশনের কাছে। এক চামড়ার কারখানায় সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুরে স্টেশন সংলগ্ন একটি কারখানার গুদামে আচমকা আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল বাহিনীর কর্মীদের।
রেল স্টেশনের কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ক্যানিং, ডায়মন্ডহারবার, নামখানা লাইনে পরিষেবা স্বাভাবিক। তবে পার্কসার্কাস ৪ নম্বর প্ল্যাটফর্মে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে।