
ওঙ্কার ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দিদি তাদের হেফাজতে নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছিল। ইডিসুত্রে জানা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বাড়ি থেকে রাশি রাশি নগদ টাকা ইডি উদ্ধার করেছিল অনেক আগেই। তবে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ সাক্ষী হচ্ছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। জানা গেছে আগেও এটির মামলার রাজ সাক্ষী হতে চেয়েছিলেন তিনি। কল্যাণময় তার নিজের অপরাধ ক্ষমা করার জন্য আবেদন জানিয়েছিল।
দিদি সূত্রে খবর পার্থর জামাই কল্যাণময় কিছু সংস্থার সাহায্যে কালো টাকাগুলো সাদা করতো। সেই কারণেই তাকে বারবার তলব করা হয়েছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে শ্বশুর মশাই এর পরামর্শ মেনেই দুর্নীতি মামলার সঙ্গে জড়িয়ে পড়ে ছিল কল্যাণময়।
তবে এবার ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানায় কল্যাণময় ভট্টাচার্য।
আদালত থেকে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানিয়েছে। সেই কারণেই কল্যাণময় এর বয়ানকেই এখন হাতিয়ার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।