
নিজস্ব সংবাদদাতা : বিখ্যাত ফুটবল খেলোয়াড় ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন । তার সল্টলেকের জিডি ব্লকের বাড়িতে এখন তাঁর মেয়েরা থাকেন। সেখানেই খুনের ঘটনা ঘটেছে।সূত্রের খবর, মদের আসরে ড্রাইভারের হাতে খুন হয়েছে কিংবদন্তি ফুটবলারের পরিচারক । জানা গেছে ওই মদের আসরেই দুই জনের মধ্যে বচসা শুরু হয় । তারপরই অভিযুক্ত গাড়িচালক ধারালো অস্ত্র দিয়ে পরিচারক কে কুপিয়ে খুন করে । শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ির পরিচারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাকে বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শনিবার সকালে ওই হাসপাতালে এবং বাড়িতে পুলিশ পৌঁছে যায়। তারপরেই অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় কি কারণে এই খুনের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।