
ওঙ্কার ডেস্ক : ফের খবরে এলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষ। আরজি করের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি। তাঁকে বদলি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে। আরজি কর কাণ্ডের জেরে প্রকাশ্যে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।
সিবিআই-এর হাতে আর জি কর কাণ্ডের তদন্তভার আসার পর থেকে নজরে ছিলেন সঙ্গীতা দাস ঘোষ। প্রথম থেকেই তিনি স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছিলেন। যদিও আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি জানতে পারে সঙ্গীতার নামে সরকারি অনুমোদন ছাড়াই অন্তত দু’টি স্থাবর সম্পত্তি আছে। এরপর তল্লাশি চালিয়ে সন্দীপ সঙ্গীতার নামে একাধিক সম্পত্তির হদিশ পায় ইডি। যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদে একটি ও কলকাতায় তিনটি ফ্ল্যাট।