
ওঙ্কার ওয়েব ডেস্ক: চলতি মরশুমের শুরু থেকে শীতের ভিলেন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা তথা পুবালি হাওয়া। এখনও পর্যন্ত শীতের ফাঁড়া কাটেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তেমন ঠান্ডা পড়বে না। বরং পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সপ্তাহে বঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, সকাল, সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সপ্তাহে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। ফলে পৌষ মাসের পর মাঘ মাসের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শীত সেভাবে না পড়লেও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এছাড়া চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট থাকবে না বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়াবিদরা। আপাতত, দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোন পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন তাঁরা। এই সপ্তাহে পরিষ্কার থাকবে আকাশ। তবে আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। একারণে শীত ফেরার সম্ভাবনা নেই বঙ্গে।