
মানস চৌধুরী, ব্যারাকপুর : হাতে গুনে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই মন্ডপে মন্ডপে পৌঁছাবে দেবীর প্রতিমা। তার আগে ব্যস্ততা তুঙ্গে পটুয়া পাড়া থেকে মন্ডপ চত্বরে। বুধবার সকালে ব্যারাকপুর অঞ্চলের পুজা মন্ডপ গুলি ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট। পুজোর দিন গুলিতে মন্ডপে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ থেকে এলাকায় ট্যাফিক সিস্টেম ব্যবস্থা নিয়ে কথা বলেন পুজা কমিটির সদস্যদের সঙ্গে। পাশাপাশি তিনি পুজো মন্ডপের পরিকাঠামো ও আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থায় বিশেষ ভাবে নজর দিতে অনুরোধ করেন পুজো কমিটি গুলিকে।