
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদ এক্সাইডের কাছে লর্ড সিনহা রোডে ক্যাথলিন বিল্ডিং-এ আগুন লাগার ঘটনা ঘটে। তৎক্ষনাক স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্চিন। দমকলের তরফ থেকে এই বিল্ডিং-এর মধ্যে থাকা সকলকে নামিয়ে আনা হয়। হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এবিষয়ে তদন্ত চালাচ্ছে দমকল বিভাগের আধিকারিকরা।