
নিজস্ব প্রতিনিধি, কলকাত: সোমবার কলকাতা হাইকোর্টে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতই হুবহুব আচরণ করছে ডিভিশন বেঞ্চ। অভিযোগ বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পার্থক্য শুধু একটাই জায়গায়, বিচারপতি গাঙ্গুলী সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন, ডিভিশন বেঞ্চ সেটা বলছে না। অভিযোগ কল্যাণের।তার আর অভিযোগ, সিঙ্গেল বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং CBI যা বলত সেটাই শোনা হত। এখানেও তাই হচ্ছে। যদি আগে জানতাম যে এভাবে শুনানি পরিচালিত হবে তাহলে আমি এই মামলায় দাঁড়াতাম না দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
যদি এই ডিভিশন বেঞ্চ মনে করে যে সম্পূর্ন বিচারপ্রক্রিয়া এখানে হবে তাহলে আমরাও তদন্তকারী আধিকারিককে এখানে জিজ্ঞাসাবাদ করতে চাই দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, এখনো একাদশ – দ্বাদশের OMR কোথাও প্রকাশিত হয়নি। এই নির্দেশ দেওয়া হলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। – অভিযোগ বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর. মামলার সঙ্গে যুক্ত কোন পক্ষ যদি কোন নথি পেশ করতে চায় তাহলে সেটা গ্রহণ করার ক্ষমতা আদালতের আছে। – জানালেন বিচারপতি দেবাংশু বসাক। ১৯ শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।