
নিজস্ব প্রতিনিধি – শিক্ষক দূর্নীতি মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। সেই অনুযায়ী সিবিআই বিশেষ তৎপরতার সাথে কাজ শুরু করেছে। মঙ্গলবার আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে শুনানি হতে চলেছে নিয়োগ দূর্নীতি মামলার। এদিন আদালতে তোলা হবে নিয়োগ দূর্ণীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, পার্থ মাঝি, কৌশিক সেন, নীলাদ্রি ঘোষ ও তাপস মন্ডলকে। তবে এদিন অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের অন্য একটি মামলারও শুনানি আছে। তাই জেল থেকেই হতে পারে তাঁর ভার্চুয়াল শুনানি। প্রসঙ্গত, দ্রুত তদন্ত শেষ করার জন্য সিবিআই কুন্তল ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে পুনরায় তল্লাশি চালাচ্ছে।