
নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে রামনবমীর শোভাযাত্রার ব্যাবস্থা করবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। রামনবমীতে শোভাযাত্রার অনুমতি মামালায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তর জয় সেনগুপ্ত মন্তব্য করেন, প্রতিটি মানুষের নিজের মত বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করার এবং তাতে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাঁদের সেই কাজে বাধা দেওয়া যায় না। মাত্র ২০০ লোকের শোভাযাত্রা পুলিশ যদি সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সমল দেওয়ার নির্দেশ দিতেও শোনা যায় বিচারপতিকে। হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভা যাত্রা নিয়ে রাজ্যের আপত্তি কেন সেবিষয়ে রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের দাবি অনুযায়ী গত বছর এই শোভাযাত্রায় ১০ থেকে ১২ হাজার লোক ছিল। একইসঙ্গে সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় বর্তমানে এনআইএ তদন্ত চলছে। কিন্তু এবার ২০০ লোক নিয়ে শোভা যাত্রার আয়োজন করা হয়েছে সংগঠনের তরফে, তাই এখানে রুট বদল কিংবা লোককমানোর মতো শর্ত দিতে নারাজ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, হাওড়ায় ১৭টি শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। তাই নির্বাচনী আচরণবিধি থাকায় এত ফোর্স নেই বলে, এই শোভা যাত্রার অনুমতি দেয়নি বলে হাইকোর্টে জানিয়েছে রাজ্য। ২০০ লোক নিয়েই শোভা যাত্রা যাতে হয়, সেবিষয়ে বিশ্ব হিন্দু পরিষদকে আগাম জানানোর নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। প্রয়োজনে লিফলেট বিলি করে এই কথা জানাতে হবে বলেও মন্তব্য বিচারপতির।