
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ সেনাবাহিনীতে পাক নাগরিকের জাল নথি নিয়ে চাকরির মামলায় FIR দায়ের করতে চায় সিবিআই। বিচারপতি জয় সেনগুপ্তর আদালতে বুধবার সিবিআই-এর আইনজীবী জানান আদালতের নির্দেশ মতো অনুসন্ধান করা হয়েছে। তারপরেই তিনি বলেন এবার তদন্ত শুরু করতে চায় সিবিআই। হাই কোর্ট সিবিআইকে সোমবার তাদের অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। আগামী সোমবারই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত মামলার আবেদনকারী বিষ্ণু চৌধুরী অভিযোগ করেন ব্যারাকপুর সেনা ছাউনিতে ২ জন পাক নাগরিক জাল নথি দিয়ে চাকরি পেয়েছেন। এই ঘটনাকে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ বলে উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে অনুসন্ধানে নামতে বলে হাই কোর্ট। পাশাপাশি সেনাবাহিনী এবং সিআইডিকেও তদন্ত করতে বলে উচ্চ আদালত।
এদিকে শুধু সেনাবাহিনীতে নয়, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতেও জাল নথি দিয়ে নিয়োগের হদিশ আগেই দিয়েছিল সিআইডি। তবে পাকিস্তানের লোকেদের জাল নথি নিয়ে এদেশের সেনা বাহিনীতে থাকার কোনো হদিস তারা পায়নি বলে এদিন আদালতে জানায় রাজ্য।
মামলার আবেদনকারী বিষ্ণু চৌধুরী এদিন আদালতে তাঁকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কার কথা জানান। আদালত মামলাকারিকে বৃহস্পতিবারের মধ্যে হুগলির পুলিশ সুপারের কাছে নিরাপত্তার আবেদন করতে নির্দেশ দেয়। দু দিনের মধ্যে নিরাপত্তা নিয়ে আবেদন বিবেচনা করবেন এসপি বলেও এদিন জানায় উচ্চ আদালত।