
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ এখন থেকে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। বুধবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে নির্দেশ ডিভিশন বেঞ্চের। ২০২২ সাল থেকে উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররা আর প্রাইমারি প্যারা টিচার নিয়োগে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আদালত। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত এই মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদেরও পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান প্রাথমিক শিক্ষকদের একাংশ। এদিন সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, দুটি আলাদা প্রক্রিয়া, সেই কারণে পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে।