
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষায় নানান রকম ত্রুটি দেখিয়ে প্রায় বারো হাজার শিক্ষক পদপ্রার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে মাদ্রাসা নিয়োগ বোর্ড। বোর্ডের এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন কয়েকশো বঞ্চিত চাকরি প্রার্থী। রবিবার পরীক্ষা দেওয়ার কথা ১ লক্ষ ৭৪ হাজার প্রার্থীর। তাদের মধ্যে ১২ হাজারকে বেআইনি ভাবে বাদ দিয়ে দেওয়ায় আবেদন শুনানির জন্য ডিভিশন বেঞ্চ বসছে হাইকোর্টে। বেলা দুটোয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন এই মামলার শুনানি করবে। রবিবার পরীক্ষা হয়ে গেলে এই মামলার আর কোন যৌক্তিকতা থাকবে না বলেই জরুরী ভিত্তিতে এই শুনানির ব্যবস্থা।