
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মুর্শিদাবাদের গোথা হাইস্কুল মামলার CID তদন্ত রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ৬ নম্বর রিপোর্ট পেশ করে CID, কিন্তু কিন্তু সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন আদালতের নির্দেশে বিচারপতি বসুর এজলাসে উপস্থিত ছিলেন CID-র DIG
বৃহস্পতিবার CID কে ১৫ দিনের মধ্যে ফের তদন্তের গতি প্রকৃতি জানিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি শুনানি।
প্রসঙ্গত মুর্শিদাবাদের গোথা এ.আর হাইস্কুলে নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে অনিমেষ তেওয়ারির বিরুদ্ধে। আরও অভিযোগ অনিমেষ তেওয়ারির বাবা ওই স্কুলেই কর্মরত। উচ্চ আদালতের নির্দেশে মামলা যায় CID র হাতে। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু CID-র আইনজীবীকে বলেন এই ৬ টি রিপোর্ট দেখে কোথাও বোঝা যাচ্ছে না এই দুর্নীতির কার্যপদ্ধতি কি ? কি প্রণালীতে পরিকল্পনা করে এই দুর্নীতিকে বাস্তবায়িত করা হয়েছিল তারও উল্লেখ এই রিপোর্টগুলিতে নেই। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্নীতি ঠেকানো যায় তার জন্য কি করা উচিত তার উল্লেখও এই রিপোর্টে নেই। এই ধরনের রিপোর্টের কি আদৌ প্রয়োজন আছে ? এরপরই CID কে ১৫ দিনের মধ্যে ফের তদন্তের গতি প্রকৃতি জানিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি শুনানি।