
নিজস্ব প্রতিনিধিঃ আদালতে ফের ধাক্কা রাজ্য সরকারের, অবশেষে জামিন পেলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক। সন্দেশখালির ঘটনায় নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। নিরাপদ সর্দারকে আজই জেল থেকে মুক্ত করার নির্দেশ আদালতের। গোটা ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব কলকাতা উচ্চ আদালতের। আজই তাঁকে জেল থেকে মুক্তি না দিলে আদালত আবমানার নোটিশ জারি করা হবে মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ১১ ফেব্রুয়ারি সন্দেশখালির ঘটনা উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন নিরাপদ সর্দার। ১৭ দিন হেফাজতে থাকার পর অবেশেষে তাঁর জামিন মঞ্জুর করল হাইকোর্ট। নিরাপদ সরদারের বিরুদ্ধে এপআইআর দায়ের হয় ৯ ফেব্রুয়ারি, তবে পুলিশের কাছে অভিযোগ আসে ১০ ই ফেব্রুয়ারি। এই নিয়ে বিচারপতির মন্তব্য পুলিশ তো দারুন দক্ষতার সঙ্গে কাজ করেছে। কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ ? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। কেন এই পুলিশ আধিকারিকদের এখুনি গ্রেফতার করা হবে না ? এতদিন হেফাজতে আছেন। কে এই ক্ষতিপূরণ দেবে ? পুলিসের কাছে জানতে চেয়ে প্রশ্ন বিচারপতি বসাকের। এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কিভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হল বলেও উষ্মা প্রকাশ করলেন বিচারপতি। কার্যত নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে।