
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মনোনয়ন জমা দেওয়ার দিনগুলির যাবতীয় সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীকে দিতে হবে রাজ্যকে। এদিন এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ভাঙড় ব্লক অফিস এবং ভাঙড় ও কাশিপুর থানার ভিতর ও বাইরের যাবতীয় সিসিটিভি ফুটেজ দিতে হবে রাজ্যকে। বিচারপতি রাজাশেখর মান্থার এর আগের যাবতীয় নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রসঙ্গত ভাঙড় এবং ক্যানিংয়ে মনোনয়নপত্র জমা দেবার সময় ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এদিকে ক্যানিংয়ে এক বিরোধী দলের সমর্থকের নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৬ জুন আদালত তাকে খুঁজে বের করার নির্দেশ দিলেও কেন এখনো তাঁর কোনো হদিশ নেই, পরবর্তী শুনানিতে আদালতে তার রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে।
ভাঙড়, ক্যানিং, মিনাখা, বসিরহাটে মনোনয়ন জমা নিয়ে গোলমাল এবং পুলিশের বিরোধীদের বাধা দেওয়ার মতো অভিযোগ নিয়ে এদিন রাজ্য হাই কোর্টে হলফনামা জমা দেয়। আগামী ১৮ জুলাই সব কটি মামলার শুনানি হবে একসঙ্গে। আগামী কয়েকদিন সংসদে তাঁরা ব্যস্ত থাকবেন বলে এদিন আদালতে জানান দুপক্ষের দুই আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্ধপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁদের আবেদনের পরই মামলার শুনানি পিছিয়ে ১৮ জুলাই করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।