
নিজস্ব সংবাদদাতা : কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীর কাজ দেখে অবাক রোগীর পরিবারের লোকজন। শনিবার রাত ১১ টা নাগাদ মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় রীতিমতো লুটোপুটি খেলেন এক পুলিশ। এই কাণ্ডে ফের প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। কীভাবে অন ডিউটি একজন পুলিশ কর্মী এমন করতে পারেন, সেই প্রশ্নও উঠেছে।
শহরের নামকরা হাসপাতাল গুলির মধ্যে একটি হল কলকাতা মেডিক্যাল কলেজ । প্রতিদিনই রোগীরদের অনবরত আসা যাওয়া চলছে। রোগীর আত্মীয়রাও অনেকে থেকেও যান হাসপাতাল চত্বরে। তার মাঝেই শনিবার রাতে হাসপাতালের মধ্যে দেখা গেল এই অস্বাভাবিক দৃশ্য। আচমকা জরুরি বিভাগের সামনে তাকাতেই হকচকিয়ে যান রোগীর পরিজনরা। দেখেন কলকাতা পুলিশের উর্দি পরা একজন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। প্রথমে অসুস্থ ভেবে রোগীর আত্মীয়রা কাছে যেতেই বুঝতে পারেন তিনি মদ্যপ অবস্থায় আছেন।
হাসপাতাল চত্বরে এই অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালে দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা। কোন রকমে তাকে ধরে ভিতরে নিয়ে যান তাঁর সহকর্মীরা।
সূত্রের খবর ওই ব্যক্তির নাম অরুন কুমার দাস। মদ্যপ অবস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নেশার মাত্রা এমন অবস্থায় পৌঁছোয় যে নিজেকে আর সামলাতে পারেননি। অগত্য মাটিতে লুটোপুটি খেতে থাকেন। কর্তব্যরত অবস্থায় নেশায় বেহেট থাকার জন্য অরুণকুমারের শাস্তির দাবি জানায় রোগীর পরিবারের সদস্যরা।