
অর্ণব ঘোষ, নিজিস্ব প্রতিনিধিঃ হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই শুরু শারদ উৎসবের। তবে তার আগে শুরু হবে মহালয়া। এই আবহে কলকাতা পুলিশ তাঁদের ফেসবুকর একটি পোস্টে নদীতে জোয়ারের সময়সীমা প্রকাশ করে সাধরন মানুষদের কে সতর্ক করলেন।
বাঙালির আবেগের দুর্গাপুজোকে ঘিরে অনেক কিছু জড়িয়ে থাকে। বুধবার ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন মহালয়া। অর্থাৎ শুরু হয়ে গেল দুর্গাপুজো। এই মহালয়ার দিনে বিভিন্ন জন বিভিন্ন ঘাটে তর্পণ করতে যায়। কারন তাঁদের পিতৃপক্ষের স্মরণ করার জন্যে এই তর্পণ। এদিন প্রত্যেক নদীর ঘাটে সাধরন মানুষ ভিড় জমান শুধুমাত্র এই কারণে। তাই নদীতে মানুষজন যাতে কোনরকম সমস্যার মুখে না পড়ে সেইদিকটা মাথায় রেখে এই সতর্কবাণী কলকাতা পুলিশের। নদীতে জোয়ার ভাঁটা থাকবে সেটা স্বাভাবিক। আর জোয়ার মানেই নদীর জল ফুলে ওঠে। ভয়ঙ্কর জলরাশি বেড়ে যাওয়ায় বুধবার মহালয়ার দিন তর্পণ যারা করতে আসছে তাঁদের বিপদ হতে পারে ভেবে আগে থেকে সতর্ক করলেন কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের ফেসবুকের পোস্টের বিস্তারিত সময়সীমা নিচে প্রকাশ করা হলঃ-
তারিখঃ- ০২/১০/২০২৪ (02.10.2024)
উচ্ছ জোয়ারঃ- সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে (High Tide- 09:44 am)
নিম্ন জোয়ারঃ- দুপুর ১টা বেজে ১২ মিনিটে (Low Tide- 01:12 pm)