
সুনন্দা দত্ত,হুগলী:অন্যের ফ্ল্যাট দখল করে থাকা তৃণমূল কাউন্সিলরকে উৎখাত করলো উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে কোন্নগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রত্যাশা এ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোর দখল করে রেখেছিলেন কোন্নগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত চক্রবর্তী।কিন্তু ফ্ল্যাটটি প্রোমোটার এর কাছ থেকে বৈধ ভাবে কিনেছিলেন কোন্নগর এলাকারি বাসিন্দা সুপ্রিয় চৌধুরী।২০০৬ সালে স্থানীয় প্রোমোটার এর কাছ থেকে সমস্ত টাকা মিটিয়ে ফ্ল্যাটটি কেনেন সুপ্রিয় বাবু।।এরপর অসুস্থতার কারণে মৃত্যু হয় ওই প্রোমোটারের।কিন্তু ২০১৪ সালে সুপ্রিয় বাবু জানতে পারেন তার ফ্ল্যাটটি দখল করেছে তৃণমূল কাউন্সিলর অসিত চক্রবর্তী।এরপরেই জেলা কনজিউমার কোর্টের দ্বারস্থ হন সুপ্রিয় বাবু। দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর জয় পান তিনি।কোর্ট জানায় কাউন্সিলর যে ফ্ল্যাটটি দখল করে আছেন তার আসল মালিক সুপ্রিয় বাবু।তাই ফ্ল্যাটটি অবিলম্বে খালি করিয়ে সুপ্রিয় বাবুর হাতে তুলে দিতে হবে।আর সেই নির্দেশের পরেই নিরপেক্ষ ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন।তৃণমূল কাউন্সিলর এর দখল করা ফ্ল্যাটটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে খালি করায় উত্তরপাড়া থানা।
এই বিষয়ে ফ্ল্যাট এর আসল মালিক সুপ্রিয় চৌধুরী বলেন দীর্ঘদিন লড়াইয়ের পরে সত্যের জয় হলো। ফ্ল্যাটটি ক্ষমতার অপব্যাবহার করে দখল করে রেখেছিলেন কাউন্সিলর অসিত চক্রবর্তী।দীর্ঘ আট বছর লড়াইয়ের পর ফ্ল্যাট ফেরত পাওয়ায় তিনি খুব খুশি।
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন আইন সকলের জন্যই এক। তাই আদালতের নির্দেশ আমরা মাথা পেতে নিয়েছি।তবে তৃনমূলের এক কাউন্সিলর এইভাবে প্রতারণার ঘটনা জড়িয়ে পড়া এবং পরে ফ্ল্যাট থেকে উৎখাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।