
নিলয় ভট্টাচার্য,কৃষ্ণনগর: বিষাদের সুরে উমাকে বিদায় দেওয়ার পালা শুরু হয়েছে রাজ্য জুড়ে ,চলছে সিঁদুর খেলা ।তাই মঙ্গলবার সকাল থেকেই কৃষ্ণ নগরের রাজবাড়ীর সিঁদুর খেলায় অংশ নিতে , ডালি হাতে নিয়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছেন। বিজয়ার দিন নদীয়ার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার রাজগৃহে দেবী দুর্গার আরাধনায় মাতোয়ারা হয় গোটা কৃষ্ণনগরবাসী। আর সেই পরম্পরা মেনেই রাজবাড়ির রাণীমা কে দর্শনার্থী দের সঙ্গে মেতে উঠতে দেখা গেল সিঁদুর খেলায়।পূজার পাঁচটা দিন সকাল থেকে রাত্রি কাতারের কাতারের ভক্তদের আনাগোনা লেগেই থাকে রাজবাড়ীতে। তবে দশমীর দিন সিঁদুর খেলার এক অভিনব চিত্র দেখা যায় রাজবাড়ীতে।