
ওঙ্কার ডেস্ক : কৃষ্ণনগরের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য. জীবন্ত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক. শুক্রবার দুপুর নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা.
উল্লেখ্য, তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার. তিনি জানান, ধৃত যুবক রাহুল বসুকে সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত. তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ. পাশাপাশি তিনি জানান, এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন কৃষ্ণনগর পুলিশের সুপার. ঘটনার নেপথ্যে সম্ভাব্য কারণগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে. এছাড়াও, এই তদন্তে সিআইডি-র সাহায্য নিচ্ছে পুলিশ.