
বাবলু প্রামাণিক, জয়নগর : আর জি করের মতো একটি প্রথম সারির সরকারি হাসপাতালে কীভাবে খুন ও ধর্ষণ করা হয় চিকিৎসক পড়ুয়াকে, ৫৯ দিন পরেও সেই প্রশ্ন ঘুরছে বাংলার ওলিতে গলিতে. তিলোত্তমাকাণ্ডে এখনও অধরা বহু প্রশ্নের উত্তর. সেই ঘটনায় লাগাতার চলছে আন্দোলন-বিক্ষোভ. সেই আবহেই এবার নাবালিকা ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল জয়নগর.
টিউশন থেকে ফেরার পথে বাবার দোকানে দেখাও করে এসেছিল মেয়েটি. তখনও বাবা জানতেন না, এই শেষ দেখা. মেয়ে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ. তারপর মেয়ের দেহ উদ্ধার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ে মা-বাবার. যথারীতি এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি. শাসকদলকে নাস্তানাবুদ করতে মরিয়া বিরোধীরা. প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও. এবার এই নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুলতলি থানা ঘেরাও কর্মসূচি বিজেপির. রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতা-কর্মীরা. এই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন সুকান্ত.
পাশাপাশি, সুকান্ত মজুমদার বলেন, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব.সেই পুজোতেও আমাদের আন্দোলনে নামতে হচ্ছে. নিজের বাড়ির দুর্গাকে যদি সুরক্ষিত না রাখতে পারি, মায়ের সামনে কীভাবে মুখ দেখাব.
প্রসঙ্গত, এই ঘটনায় কল্যাণী এইমসে নির্যাতিতার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট. সোমবার সকালে হাসপাতালে পৌঁছবে দেহ বলে খবর.