
নিজস্ব সংবাদদাতাঃ জলের কুমির ডাঙ্গায় বাঘ কে সঙ্গী করেই বাঁচতে হয় সুন্দরবনের এলাকাবাসীদের। এবার তাজা বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত কুলতলী এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার, নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী।এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।এরপর থেকেই কার্যত আতঙ্কে গৃহবন্দী কুলতলি দেউলবাড়ী এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা।
বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বনদফতরে।
এ বিষয়ে এক বনকর্মী তিনি বলেন, আজ আমরা খবর পেয়েছি যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে।তারপরেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং গোটা জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে এলাকাবাসীদের কোন ক্ষতি না হয়। আমরা আশা করছি বাকি আজ রাতের মধ্যেই বাঘটি পুনরায় তার নিজ বাসস্থান অর্থাৎ গভীর জঙ্গলে আবার ফিরে যাবে।