
জয়ন্ত সাহা,আসানসোল:ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। কুলটির তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট কে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই মারধোরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে ।জানা গেছে আসানসোল পৌরনিগমের 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল।সেটা আখতার হুসেন এর নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ । কেন বাড়ির সামনে বাসন রাখা হয়েছে জিজ্ঞাসা করায় তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসী কে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তার সঙ্গীরা মারধর করে বলে অভিযোগ।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।খবর পেয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন কে আটক করেছে পুলিশ।ঘটনার সমালোচনা করে বিজেপি নেতা কৃষেন্দু মুখার্জি বলেন শুধু কুলটি নয় বাংলা জুড়ে তৃণমূলের গোষ্ঠী – কোন্দল চলছে। মানুষ সবই দেখছে , আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে।