
নিজস্ব প্রতিনিধি:পঞ্চায়েত নির্বাচনে হওয়া যাবতীয় অশান্তির জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দায়ী করলেন তৃনমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একটি অডিও টেপ শুনিয়ে তিনি দাবি করেন রাজ্যে ৩৫৫ ধারা জারি করার চক্রান্ত করছেন শুভেন্দু । এই ধরনের মন্তব্য করার জন্য শুভেন্দু কে অবিলম্বে গ্রেফতার করার দাবি করেন তিনি।পাশপাশি এই অডিও টেপ শুনিয়ে তিনি দাবি করেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অশান্তি,বোমাবাজি,খুনোখুনির জন্য রাজ্যের বিরোধী দলনেতাই দায়ী। তবে এই অডিও টেপের সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা।এছাড়াও এই ইস্যুতে রাজ্যপাল এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও নিশানা করেন কুণাল।তিনি বলেন রাজ্যে কিভাবে অশান্তি করা যায় তার একটি প্ল্যান করা হয়েছে রাজভবন থেকে।এই চক্রান্তে রাজ্যপাল ছাড়াও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা এবং বি এস এফ আধিকারিকরা যুক্ত রয়েছেন