
নিজস্ব প্রতিনিধিঃ মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্যে বিবাদ তৃণমূলের। অভিযোগ, উত্তর কোলকাতার সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করেন দলের মুখপত্র কুণাল ঘোষ।
মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের আমন্ত্রণ পত্রে প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীর নাম থাকলেও, মন্দিরের আমন্ত্রণ পত্রে নাম নেই সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের। এই নিয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আগামীতে দুই পাণ্ডেকেই দেখতে চাই।
উদ্বোধনী মঞ্চ থেকে সুদীপের মন্তব্যের পাল্টা মন্তব্য করেন তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘মুখে মিলেমিশে চলার বার্তা দিলেই অভিভাবক হওয়া যায় না’। কুণাল আরও বলেন, ‘অভিভাবক হতে গেলে সমস্যার ভিতরে ঢুকে মেটাতে হয়’
দলের সাংসদের নাম না করে কুণাল ঘোষের আক্রমণকে ঘিরে চাঞ্চল্য দলের ভেতরেই। যদিও এনিয়ে কেউ মুখ খুলতে চায়নি।