
তামসী রায় প্রধানঃ তৃণমূলের মুখপাত্র, রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক, তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। লোকসভা ভোটে আগে কুণালের ইস্তফা নিয়ে বড় গুঞ্জন বাংলার রাজনৈতিক মহলে। কারণ ইস্তফা দেওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কুণাল। দলের প্রবীন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিজেপির লোক বলে দাবি করলেন তিনি।
তৃণমূলের সদ্য প্রক্তন মুখপাত্রের দাবি, ‘সুদীপদা একটা বড় সাইজের শাহাজাহান’! সব ফুল রেখে চলে। বিজেপির লোক, বিজেপির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি কেস থেকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার’।
কুণালের দাবি, উত্তর কলকাতায় সুদীপটা একটা বড় সাইজের শাহাজাহান। তিনি আরও বলেন, উত্তর কলকাতায় বিজেপির ২টো প্রার্থী। একটা পদ্মফুলে, একটা জোড়াফুলে। ফলে ওখানে বিজেপি হারাতে ঠিক কীভাবে ল়ড়াই করতে হবে, না হবে, আমাদের একটু বিভ্রান্তি আছে। কুণাল ঘোষ আরও বলেন, “আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সামান্য সৈনিক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি সাংগঠনিকভাবে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র। কোথাও একটা মনে হচ্ছে, বেমানান হয়ে যাচ্ছি। কোথায় সমস্যা হচ্ছে, আনুষাঙ্গিক আরও কিছু সমস্যার কথা মনে হচ্ছে”।