
নিজস্ব প্রতিনিধিঃ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে যাতে সুদীপ তৃণমূলের প্রার্থী না হন, তার দাবিও জানিয়েছিলেন। যা নিয়ে তিক্ততা বেড়েছিল। কুণাল প্রকাশ্যে সরব হলেও চুপ ছিলেন উত্তর কলকাতার সাংসদ।
মঙ্গলবার ফোন করে কুনালকে চায়ের অমন্ত্রন করেন সুদীপ। দার্জিলিংয়ের চা, ফিশফ্রাই, নাড়ু এবং জলভরা সন্দেশ দিয়ে জমে ওঠে চায়ের আড্ডা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চা-বৈঠক সেরে বেরিয়ে তেমনই ইঙ্গিত দিলেন কুণাল বলেন, “পরিবার একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু ভুল বোঝাবুঝি ছিল। তা নিয়ে আলোচনা হয়েছে।”
সুদীপ, নয়না, কুণাল ছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরও ছিলেন। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়।